গণতন্ত্রের “ঘনতন্ত্র”-এ আটকে গেছে ঠ্যাং;
তবুও দাদা স্বভাব দোষে অন্যে মারি ল্যাঙ;
পড়ে কারো কোমন ভাঙ্গে;
কিংবা কপাল রক্তে রাঙ্গে;
ঘরে বসে রাখছে হিসেব একটি কুনোব্যঙ!


দিনবদলের আসবে পালা বদলে যাবে সব;
বুকের ভিতর সুখের খরায় করছেন অনুভব;
আশার বাসায় ঘুঘু নাচে!
কংস রাজের বংশ বাঁচে,
আয়েশ করে পায়েশ চাখেন নেইতো কলরব!