হায়!
ঘটনাটা যে ভাবে ঘটার কথা ছিলো- ঘটলো না!
যে ভাবে রটার কথা ছিলো রটলোও না!
রটেছে তবে অন্য রকম ভাবে, এতে-
লাভের চেয়ে লোকসান হয়ে গেলো খুব বেশী।
কিছু প্রাণ যেমন অকালে ঝরে গেলো তেমনি-
সফল মঞ্চায়ণও হলো না জজমিয়ার নাটক!
ইতিহাসের কালো অধ্যায় হয়ে গেলো-
২০০৪ এর ২১শে আগষ্টের বঙ্গবন্ধু এ্যভিনিউ! সাথে-
অরাজনৈতিক গোষ্ঠীর রাজনৈতিক হয়ে ওঠার-
দুরন্তপনার কূট-কৌশল!


যে ছিলো লক্ষ্য- সে এখন দাপিয়ে বেড়াচ্ছেন-
গোটা দেশময়! তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ!
জয় হয়েছে অতল সমুদ্র, মহা-আকাশে উড়েছে জয়ের কেতন!


আহা!
শুনেছিলাম রাজনীতি আর যুদ্ধের ময়দানে সব জায়েজ!
স্বার্থান্বেষী কিছু প্রেমিকও বলে-প্রেমেও নাকি তাই!
এমন কি অনিবন্ধীত দৈহিক সম্পর্কও!
ভেবেছিলাম বংশানুক্রমেই গদিসীন রবো; কিন্তু নিয়তি!
নিয়তি সবার সেই পূরণ করে না! এটাই প্রমানিত সত্য!