পাঁকে পরে থাকে এ মন
স্বার্থের কানা গলিতে...
ও দয়াল... উপায় দেখাও
আলোর পথে চলিতে।

চোখ থাকিতে অন্ধ আমি
বন্ধ বিবেক-বোধ
আমার আমার জিকির করি
কি ধন আমার খোদ?
এই আমার আমি সেও তো নয়,
'আমি' পাগল বলিতে।।

কাহার জায়গা কাহার জমি
কে বা মহাজন!
বেড়া দিতে ব্যস্ত সদা-
আমার পাগল মন।
দাও আমারে শক্তি দয়াল
দু'পায় মোহ দলিতে।।