আমি-
প্রেম কইরা হইলাম বৈরাগী
পারলাম না ঘর বাঁধিতে
আমার জনম গেলো কাঁদিতে কাঁদিতে।।


ওরে...
পাল্লা দিয়া করি নাই ওজন
বিশ্বাস কইরা বন্ধুর কাছে বিকে ছিলাম মন!
এখন দেখি বিধি নিরঞ্জন
আমার সাথে প্রণোবন্ধ করছে বিভাজন।
তারে যতোই চাই বাইন্ধা রাখি
পারি নারে বাঁধিতে বাধিতে।।


ওরে...
পীড়িতের বিষ লাগলে পরে গায়
কে জানতো রে এমন কইরা সারা অঙ্গে ছায়।
বিষে আমার অঙ্গ হইলো ছাই
ওঝা হইয়া রইলো বন্ধুর দয়া মায়া নাই।
আইলো নারে বিষ ঝাড়িতে
যতোই গেলাম সাধিতে সাধিতে।।