সেই যে কবে- তুমি এসেছিলে
বৃষ্টি ঝরানো এক রাতে-
বললে সলাজে-‘এ আমার হৃদয়”
একটি গোলাপ দিয়ে হাতে!

সহসা পৃথিবীটা বদলে গেলো ওগো
রঙে রঙে সবকিছু ছেয়ে-
হাতের মুঠোয় আমি স্বর্গ পেলাম যেন
তোমার ঐ মনখানা পেয়ে।
কতো যে সুখে ভরেছিলো জীবন
স্বপ্ন কতো আঁখিপাতে।।

তারপর কিয়ে হলো-সবকিছু এলোমেলো
হারিয়ে গেলে তুমি দূরে
রয়ে গেলো শুধু স্মৃতিটুকু তোমার-
আমার পৃথিবীটা জুড়ে।
কতো যে ব্যথায় ভরে গেলো জীবন-
হৃদয় ভরা বেদনাতে।।