তোরে যদি না পাই বন্ধু
কলঙ্কে আর কিসের ভয়
পোড়া মন পোড়াকি কতো
কতো তুই হবি নিদয়!!


স্বাক্ষী আছে আকাশ-বাতাস
স্বাক্ষী বনের পাখি,
তোর সাথে ছিলোরে বন্ধু
কতোই মাখামাখি!
এখন দূরে ঠেলে দিবি
এ জ্বালা কি প্রাণে সয়।।


আগে যদি জানতাম আমি
প্রেমের এমন নীতি,
ভুলেও বন্ধু করতাম নারে
তোর সাথে পীড়িতি।
নিজে ভালো থেকে রে তুই
করলি আমার জীবন ক্ষয়।।