তুমি জানতে চেয়েছো...আমি কেমন আছি
সত্যি করে যদি বলতে হয় এই
বলবো তোমায় আমি বালো নেই আমি ভালো নেই।

হারানো স্মৃতিগুলো শুধধু পিছু ডাকে
এতো যে ভুলিতে চাই পারি না গো তাকে।
আহত পাখির মত ডানা মেলে উড়ি-
ব্যথার আকাশেই।।

ঝড় ওঠে থেমে যায়, তবু ফুল হাসে
নদী ছোটে, পাখি গায় ফাগুনও তো আসে।
আমার জীবনে সুখ আসবেনা ফিরে
কোন কিছুতেই।।