ক.
সকালবেলা গোবরধনের-
কান নিয়েছে চিলে,
        চিল গেলো কই?
        চিল গেলো কই?
খুঁজছি সবাই মিলে!


কান গেলে কি মানের কিছু
থাকে গোবরধনের?
টান পরেছে তাইতো প্রাণে
এখন প্রতি জনের!


চিলটা পেলেই ঢিলটা মেরে
       করবো তারে কাৎ
       নয়তোরে ঝুট বাত্!
দিনটা গেলো খুঁজতে, না হয়
আবার যাবে রাত!


খ.
খবর এলো-কানের জা’গায়
কান রয়েছে ঠিকই
হারিয়ে গেছে মাথা থেকে
গোবরধনের টিকি!
টিকির সাথে খোয়া গেছে
চারটে নতুন সিকি!


ছোটলো সবাই টিকির খোঁজে
সিকিও চাই ভাগে,
সিকি পেতে জোয়ানরা সব
টিকটিকি ধর আগে
খসিয়ে দেই লেজখানা ওর
দেখি কেমন লাগে!