কি কমু ভাই! ব্যবসার গোমর কইতে নাই।
পাপ-পূণ্যের কারবারি আমরা-
যেই দ্যাশে যত অভাব সেই দ্যাশে
আমাগো ব্যবসা তত চাঙ্গা!
অতুষ্ট মানুষেরা চিরকালীন সুখের খোঁজ করে
বেহেস্তের আশায় এহকাল বিক্রি করে সস্তায়।
ধর্মের ধাউরামি তাদের মগজে ঢোকে না-
কষ্টের রোজগার দিয়া দরগায় সিন্নি মানত করে।
কেউ কেউ স্বর্গ কিনতে গয়া-কাশি ছোটে!
বাবা-মায়ের পবিত্র চরণ বাড়িতে রাইখা-
মক্কায় গিয়া কাবাসেজদায় আল্লাহরে খোঁজে!
মানুষ অবুঝ, আল্লাহ কই থাকেন না জাইনা দৌঁড়ায়!


পুকুরের স্ফটিকজলে গতর সাফ হইলেও  
অভাগাদের মনের ময়লা কিছুতেই পরিষ্কার হয় না
হইবো কি কইরা, মন সংসার যাতনায় কয়লা কয়লা!
তাই গঙ্গার নোংড়া জলে-
ডুব দিয়া পাপ মোচনে ব্যাকুল প্রচেষ্টা টগবগ করে।


অনাহারী পরশি রাইখা যায় চল্লিশ দিনের চিল্লায় ছোটে!
এইসব ধার্মান্ধ বিশ্বাসী লইয়া আমাগো কারবার জমজমাট!
অন্ধকার কবরের ভয় আর সত্তরটা হুরপরীর-
লোভ দেখাইয়া নিজেদের স্বার্থ উদ্ধার করি।
এইসব বাতুনি!