(কবি চাঁছাছোলা-কে সম্মানের সাথে নিবেদিত হলো)


গণতন্ত্রের মন্ত্র ফুঁকে-ই সফেদ থাকার চেষ্টা।
অন্দরে থাক কুটিলতা, বাহিরে সাধু বেশটা!
ইচ্ছে মতন চলবে শাসন
জবর দখল করবো আসন
এটাও জানি মনে মনে- আমার একার দেশটা!
আমজনতা আমের আঁটি, বোঝেন নাতো কেসটা!


কর তাল দিয়ে 'হরতাল' করা গণতন্ত্রের ঝান্ডা!
সংগোপনে ফর্দি বানাই-ক'জন বিরোধী পান্ডা!
সময় মতো ঘাড়টা ধরে
লাল দালানে চালান করে
হাত-পা বেঁধে ইচ্ছে মতো লাগাবো দু'দশ ডান্ডা।
আন্দােলনের অগ্রগতি........ তখন হবেই ঠান্ডা!