নহজ পারে- সহজে ভাবে তাল বানাতে তিলকে
এবং পারে  ভেঙ্গে দিতে  দুই সুজনের  মিলকে।
নুপূর পারে  দুপুর বেলায় হাত-পা ছুড়ে নাচতে
এবং পারে সকাল বিকাল মেকাপ মেখে সাজতে।


হারুন পারে- দারুণ ভাবে আঁধারে ঢিল ছুঁড়তে
এবং পারে- ভেঙ্গে যাওয়া  সখ্যতাকে জুড়তে।
তিন্নি পারে- বিন্নি ধানের ক্ষীর ও পায়েশ রাঁধতে
এবং পারে- অকারণেই ফ্যাঁচ-ফ্যাঁচিয়ে কাঁদতে!


নাপায় পারে- চাপার জোরে কঠিন ঝাড়ি ঝাড়তে
এবং পারে  কথার  তোড়ে  নিদয় ভাবে মারতে।
রাধা পারে- সাদা দিলে কাদা কিছু মাখতে
এবং পারে খুব সহজেই মাছটি শাকে ঢাকতে!


আলি পারে- খালি  হাতে  ময়দানেতে লড়তে
এবং পারে সময় মতো সটকে ঠিকই পড়তে!
আমি পারি- মিষ্টি কথায় মোমের মত গলতে
এবং পারি ছড়ায়- ছড়ায়- উচিত কথা বলতে।।