শালার শালা- কান্ত কালা
     রাজনীতিতে গুরু;
গন্ডারের গা-  লাগেনা ঘা
   চামড়া এতোই পুরু!


সরকারী চাল- দরকারী মাল
     কায়দা করে চলা;
পাড়ার ঠাকুর- ধায় কুড় কুড়
     মুখেতে দুধ-কলা!


গণের খাতা মনে-ই পাতা
    ভান্ডারে নাই কিছু;
আন্ডারে রয়,  তথাপি কয়
  ‘আছি তোমার পিছু!’