বলার মতো কিচ্ছুটি নেই
তবু বলতে বলা-
ভক্ত সবাই আঙুল চুষেন
গুরুজী খান কলা!


স্বার্থ মতো বিভেদ কতো
গড়েন কালা-ধলা,
দেবের দয়া পেতে সবার
ওনার মতেই চলা!


চলছি বটে সেই সে মতেই
নীরব রেখে গলা;
দেখছি যতো ভন্ডামী আর
গুরুর ছলাকলা!