: কেমন আছেন দাদা?
: পা’ শিকলে বাঁধা।
  কাঁথার তলে মুখ লুকিয়ে-
  নীরবে তাই কাঁদা।


: চলবে কতো কাল?
: বিধির যেমন চাল।
  আমার কী আর সাধ্য আছে
  ফেরাই নিজের হাল


: এতো হতাশ কিসে?
: পাইনা কোন দিশে।
  দেখছি ইঁদুর  বিড়ালটাকেই
  মারছে পায়ে পিষে!


: গর্জে উঠুন ফের!
  ভাঙ্গুন বাধার ঘের!
  তবেই ঘুচে যেতে পারে-
  দুখের সকল জের!!