হাঙ্কি-পাঙ্কি মাঙ্কি বাবুর
দু’চরণ অস্থির!
বাপের ছিল ‘হক’ পদবী
ছেলে নাকি ‘মীর’!


কারণ ছাড়াই উত্তেজিত
চরিত্রে নাই ধীর!
যাকে তাকে ছুঁড়ে মারে
মন্দ কথার তীর!


মেছোভাতি যেই বাবুটির
সয়না পেটে ক্ষীর!
গোঁফ-খেজুরে তবুও সে
কথায় সাজে বীর!