হারিয়ে গেছে দূর বহুদূর
আমার ছেলেবেলা-
হারিয়ে গেছে গোল্লাছুট আর
কানামাছি খেলা!


হা-ডু-ডু আর ডাংগুলিতে-
তখন ছিলাম সেরা
আজকে ওসব কেবল স্মৃতি
স্বপ্ন দিয়েই ঘেরা!


হারিয়ে গেছে খেলার সাথী
মঞ্জু, বেলাল, রাধা
রহিম, আলম, আবু বকর
মৌসুমী, ওর দাদা!


হারিয়ে গেছে কালের স্রোতে
আমার কিশোর কাল
হারিয়ে গেছে গাঁয়ের সে দৃশ
পুকুর ডোবা খাল!


হারিয়ে গেছেন হারান মাঝি
নদী-পাড়ের ঘাট!
হারিয়ে গেছে পৌষী মেলায়
নাগরদোলার পাঠ!


হারিয়ে গেছে মায়ের হাতের
পিঠে খাওয়ার দিন
ধুসর এখন জীবন-যাপন
ভীষণ-ই রঙ হীন!!