"ভাববেন না- এই ঘটনা
মাতালের এক কল্প"
হারু দাদা দারু খেয়েই
শুরু করেন গল্প-


"এক যে ছিলো চেয়ারম্যান
তাঁর ছিলো এক নাতি
নাতি ছিলো নানার চেয়েও
মস্ত বড় দাঁতি
বড়য় যদি গিলতো 'ছাগল'
ছোটয় গিলেন 'হাতি'।


হা! হা! হা!
আমার কথার মানেটা কি
বোঝা গেলো? না!


নানার এলাকাতেই ছিলো
নাতির ঠিকাদারী;
উন্নয়নের সকল কাজেই
দখল ছিলো তারই।


দু'আনা ভাগ নানায় নিতেন
নাতি নিতেন ছয়,
হিসেব করুণ ষোল আনার
বাকি কতো রয়?


তাতে হতো ব্রীজ-কালভার্ট
কিংবা সড়ক পাকা;
দু'দিন পরেই ভেঙ্গে যেতো
উঠলে গাড়ির চাকা।


ফি বছরে একই কাজের
আবারও টেন্ডার!
একেই বলি হাতি গেলা
বুঝেছেন এইবার?"