হাসি কখন হয় না বাসি
লাগলে পরে ঠোঁটে,
আমার মেয়ের মুখের হাসি
গোলাপ যেমন ফোটে!


বেঁচে থাকার জন্য হাসির
অনেক প্রয়োজন,
হাসলে শরীর ভালো থাকে
ভালো থাকে মন!


হাসির অনেক ধরণ আছে
হোহো, হিহি, হাহা!
এই জীবনে হাসে নি কেউ
এমন খবর ডাহা!


কান্না যতো হাসি ততো
লোকের মুখে শুনি
আমি বলি কান্নার চে’
হাসি অনেক গুণ-ই!


চারিদিকে ছড়াক হাসি
সকাল বিকাল রাতে,
হাসি মুখে থাকুক সবাই
রুজি, রুটি-ভাতে!


_________________
০৮/০৬/২০১৬, লালমনিরহাট।