হাতুরী     :      শোন ওরে ও ব্যাস্ত বাগিস-
                   তুই অযথা কেনো রাগিস?
                   কেনো এমন গর্জে উঠিস?
                   উল্টো পথে দৌড়ে ছুটিস?


ব্যস্তবাগিস  :   কার সাধ্যরে আমায় মানায়-
                  এইতো আমি চলছি থানায়!
                  ওসির কাছে করবো নালিশ
                  কোর্টে হবে বিচার-শালিস!


হাতুরী    :      বিচার করে হবে কী রে?
                  মান-সম্মান পাবি ফিরে?
                  গোল খেয়েছিস নিজের ভুলে
                  কী লাভ তবে আঙ্গুল তুলে!


ব্যস্তবাগিস :    আচ্ছা তবে দিলাম ছাড়
                  দেখে নিবো আরেক বার!!
                  আজ তোকে রাখছি বলে-
                  জিতবো যে দশটা গোলে!