হেমন্ত মানেই হলো- নবান্নের গান
উতল খুশীতে নাচে কৃষাণীর প্রাণ!
        চলছে কাটা মাড়াই
         ব্যস্ত কৃষক ভাই
স্বপ্নের দ্যুতি চোখে, গোলাভরা ধান।
হেমন্ত মানেই হলো- হৃদয়ের টান!!


হেমন্ত মানেই হলো হিম হিম হাওয়া,
খেজুরের রসমাখা পিঠেপুলি খাওয়া।
         সবুজ পাতায়, ঘাসে-
         শিশিরের কণা হাসে!
তাজা শাক-সব্জিতে মাঠগুলো ছাওয়া।
হেমন্ত মানেই হলো-বেশী কিছু পাওয়া!