হিং থাকে হিমছড়ি
পা দু’টি লম্বা
ক্রিং ক্রিং সাইকেল
এক কাধি রম্ভা।


রাঙামাটি গেঁড়ে ঘাটি
আছে পেদা-টিংটিং
খেয়ে পেট টান টান
দুয়ে মিলে হিংটিং।


হিং টিং নেই শিং
তবু করে ঢুষঢাষ
রিং রিং বক্সিং
মুখে মুখে ঠুসঠাস।


........................
বাংলা সাহিত্যে ‘ননসেন্স‘ ছড়ার অভাব নেই। যেমন আছে- রোকনুজ্জামান খান (দাদাভাই)-এর ‘হাট্টিমা টিম টিম’। শখের বসে আমিও একটি লিখে ফেললাম। জানি না কতটুকু সমাদ্রিত হবে পাঠক মহলে।
ছড়ায় ব্যবহৃত ”পেদা টিংটিং” একটি রেষ্টুরেন্টের নাম। উপজাতি ভাষা, যার বাংলা অর্থ- পেট টান টান।রাঙামাটির বন্য-নৈর্স্বগীয় পরিবেশে ভ্রমণে গিয়ে যখন চলতে চলতে আপনি ক্লান্ত শ্রান্ত হয়েও আশেপাশে কোন সাহায্যের মানুষ পাবেন না তখনই হঠাৎ দেখতে পাবেন কোন একটি টিলার উপর সাইনবোডে লেখা- পেদা টিংটিং। সেখানে হাজির হলে আপনার প্রশান্তি আকাশ ছুঁয়ে যাবে। রকমারি ঠান্ডা পানীয় থেকে দেশি এবং উপজাতীয় নানা খাবারের সমাহার সেখানে।