হলধর রায়-
রাতে করে উৎপাত
দিনে ঘুম যায়,
তারে নিয়ে নানা কথা
রটে সারাগাঁয়!

তার নাকি পোষমানা
আছে দুটি ভুত
নিশিরাতে বাঁশঝাড়ে-
খেলে কুতকুত,
বিপিনের পুকুরেতে
নেমে জল খায়!

দুই ভুতের আছে আরও
দুইখানা ছানা-
ড্যাব ড্যাব চেয়ে থাকে
চোখ টানা টানা,
যে দেখে সেই পড়ে
ঝুট-ঝামেলায় ।