# এক
ছাগের ব্যাটা- হস্তি খান!
সুযোগ পেলে বস্তি খান!
আম-জনতার স্বস্তি খান।
সহ্য করি কতো আর?
কু-কর্মের যতো বাড়!
উপশম চাই- ক্ষতটার।
যেমন ভাবা তেমন ফাঁদ
পড়লে ধরা সোনারচাঁদ
গতর থেকে- মন্ডু বাদ!


## দুই
হস্তি খানের হস্তখানা
ভীষণ রকম লম্বা-
টেকনাফ টু তেতুলিয়া
পড়ছে কিসে কম বা!
চামচা-চেলা
দিচ্ছে ঠেলা
গিলছে পাকা রম্ভা।।


চোরের দশ গেরস্তে এক
দিনটা কবে আসবে-
সাঙ্গ-পাঙ্গ সাথে নিয়েই
ধেরে ইঁদুর ফাঁসবে।
অপেক্ষিত
নির্যাতিত
প্রাণটা খুলে হাসবে।।


### তিন
হস্তি খানের স্বস্তি গেছে
খবর নিজের নামে-
খাইছে ধরা পাইছে চিঠি
ধুসর রঙের খামে।


দু'পায় হেঁটে উপায় খোঁজে
ডাইনে এবং বামে।
সংগী সাথী রাতারাতি
সটকে গেছে চামে।


১২ জুন ২২/লালমনিরহাট।