ইচ্ছেগুলোর কিচ্ছে শুনে-
ফুটুক মনে ফুল;
ঠিক যেমন-ই চাইতো হতে
সুকান্ত-নজরুল!


বুকের ভিতর দুখের দহন
অন্ন কোথায় জোটে
কাব্য ছড়ায় সেসব কথাই
ঝলক দিয়ে ওঠে!


উপচেপড়া দ্রোহের দ্রবণ
সমাজটাতে পড়ুক;
দ্বন্দ্ব-ঘৃণা, হিংসা-কীনা
লোভ-লালসা মরুক!


পৃথ্বি জুড়ে আমরা সবাই
শান্তিকেতন উড়াই,
এক অন্যকে জড়িয়ে বুকে
তাপিত প্রাণ জুড়াই!