জগলুল হায়দার-
দুরন্ত মাঝি এক
ছড়ানদে বায় দাঁড়!


ঘটনাকে ধরে রাখেন
অভিনব ছন্দে
দেশ, জাতি ভাবনায়
ভালো আর মন্দে।
অন্যায় তাঁর কাছে
সর্বদা অন্যায়,
কখনও ভাসেন না
স্বার্থের বন্যায়।
চিন্তা ও চেতনায়-
তিনি অতি সুক্ষ
ভাবনায় থাকে তাঁর
অপরের দুঃখ।


প্রিয়মুখ জনতার-
ছড়া গড়া কারিগর-
জগলুল হায়দার!