আমি নির্বোধ ছড়ায় অজ্ঞ
তবু অবিরাম- করি যজ্ঞ!
লিখি ছাইপাস, যত ভন্ড
ভাবি ছড়াকুলে মহা ষন্ড!
হিম-ক্ষুদ্রাংশ তবু দাম্ভিক
ন্যুয়ে সমুদ্র মাগুক ভিক!


আমি নচ্ছর কীট-পতঙ্গ!
স্বরূপ তিমিঙ্গিল অনুসঙ্গ!
আজি ধাতস্ত- মুগ্ধ শূরে!
রয়ে স্থির শহস্রবর্ষ দূরে!