সাধ-সাধ্যের জোড়াতালি
নিত্যই দেন আরব আলি
পান না তবু কুল;
অপরাধটা ছিলো কি রে?
যদি তাকান পিছন ফিরে
দেখেন শত ভুল!


ভুলের মূলে ই জন্মদোষ
এবার তবে আঙুল চোষ
সেটা বিধির হাত ;
হয়নি আপন রাজারঘর
উপুর হয়ে ই দুঃখ কর
যেথায় যেমন কাৎ!!‍
============
সুমিত্র দত্ত রায় এর কবিতা "তবুও কেনা গোলাম" এ মন্তব্য! সম্মানিত কবির সৌজন্যে।