ঘুচুক ফক্কর
    লাগুক টক্কর
জাগুক বিবেকবোধ;
ধর্মের গুরু
     অস্তিটা পুরু
স্বস্তিটা খোঁজে খোদ!


একই স্রোষ্টা
     ভিন্ন দ্রোষ্টা
চিহ্ন হিংসা-ক্রোধ;
আপন বলে
    টানছে দলে
মানছ প্রতিশোধ!


অন্ধকার ঘর
      বিশ্বাসে ভর
নিঃশ্বাস হলেই রোধ;
কেযে ওপারে
    দেখিনি তাঁরে
তবু্ও মানছি জোত!