যুগের হাওয়া-
বাড়তি পাওয়া
কই সে’ দুধের বাঁটি?
ভিতরটাতে-
ধ্বংস লীলা
বাইরে পরিপাটি!


উচিত কথা-
বলতে গেলে
পিঠে ভাঙ্গে লাঠি!
‘কান’ হারিয়েও
মান বাঁচাতে-
সোজা রাস্তায় হাঁটি!

বলতে পারেন-
‘কান’ নিলো কে?
চিল নয় গো, কাকে;
আমার বাড়ি
আমড়া গাছেই-
বাসা বেঁধে থাকে!


খুঁজতে গেলে
বুঝতে পারি-
কা-কা স্বরেই ডাকে;
বন্দী করার
ফন্দি শুধুই-
যায়না ধরা তাকে!