কাশের বনে হাওয়া দোলে
পদ্ম ফোটে দীঘির কোলে
নীল আকাশে-
সাদা মেঘের ভেলা;
শরৎ রানী মিষ্টি হেসে
এলো আমার বাংলাদেশে
বনে বনে-
প্রজাপতির মেলা।


ভোর-বিহানে সবুজ ঘাসে
ঝলমলিয়ে শিশির হাসে
দেখতে আহা-
কতোই চমৎকার!
ঝিঙে মাচায় ফিঙে নাচে
বকুল-বেলি ফোটে গাছে
মনটা ভরে
ঘ্রাণটা নিলেই তার!


নদীর বুকে পালের নায়ে
ছুটছে মাঝি দূরের গাঁয়ে
কণ্ঠে থাকে-
ভাটিয়ালি গান!
জন্মে পেলাম এমন স্বদেশ
রূপ ও গুণের নেই কোন শেষ
দেখে দেখে
জুড়াই আমার প্রাণ।।