( গত ০৮/১০/২০২২ ইং তারিখে আসরে প্রকাশিত আরসপ্রিয় কবি জনাব মোঃ আব্দুল লতিফ রিপন সাহেবের কবিতায় মন্তব্য করতে গিয়ে লেখা কবিতাটি কবির সম্মানে আসরে প্রকাশ করলাম।)


সারাদিন মাঠে খেটে-দেড় কেজি চাল;
সাথে ষাট টাকা দিয়ে তেল, নুন, ডাল।
দুই বেলা- ছয় জনে
তাই গিলে নিরজনে
শান্তিতে ঘুম যাই, সুখে কাটে কাল।।


ঐ দিকে বড়ো বাবুর- হাঁসফাঁস করে
টাকা কড়ি ধন জন সবই আছে ঘরে
শান্তিটা- গেছে উড়ে
যোজন যোজন দূরে
রাত ভর জেগে থাকে ডাকাতের ডরে!