কাদের কাছে-
রেখেছো পিতা আমায়?
তারা আমাকে-
সত্য- বলতে থামায়!

তাদের কাছে
স্বার্থটাই বড়ো কথা
টান পড়লে-
পায়ে পিষে মানবতা!

ভায়ের রক্ত
ভায়ে মাখছে জামায়!
প্রয়োজনে তারা-
তোমাকেও নীচে নামায়!