:  কনকনে শীত,
   নেই হিতাহিত!
   এমন উদোম গায়-
   খোকন তুমি যাচ্ছো কোথা-
   নাঙা দুটি পায়?


:  যাচ্ছি কাজে,
   ফিরবো সাঁঝে।
   ঐ যে পাশেয় গাঁয়
   করবো সেথা লোকপারাপার
   দুলাল মাঝির নায়।
   ঝুপড়ি ঘরে
   বিলাপ করে
   রোগে কাতর মায়,
   ঔষধও নেই, পথ্যও নেই
   উপরি পেটের দায়!


:  বয়স কতো?
   বারোর মতো!
   আইন কি দিবে সায়?
   তবু শিশু কালের যিশু
   শ্রম বিকোতে ধায়।।


   ২৫ ডিসেম্বর ২০২১, লালমনিরহাট।।