খাচ্ছি হোঁচট রোজ,
কেউ করে না খোঁজ!
কেউ ভাবে না আপন.
অর্ধাহারে- অনাহারে-
চলছে জীবন যাপন!


যতই ঝরাই ঘাম,
নিত্যপণ্যের দাম-
নাগাল থেকে দূরে-
প্রাণের বীণা তাইতো বাজে
শুধুই ব্যথার সুরে!


ভেবে অবাক হই!
যাচ্ছি কোথা? কই?
বাড়ছে অন্ধকার-
কেবা দিবে পথের দিশা
কে খুলিবে দ্বার!