তোমার কথা ভাবতে গেলে
বিস্মিত হই খুব!
কেমন করে এমন প্রেমে-
দিয়ে ছিলে ডুব?
শ্রমিক-মজুর, জেলে-চাষা
সবার মনেই বুনলে আশা
এক ডাকেতে সবার কেমন
মুক্তি পাগল রূপ!
কেমন করে এমন প্রেমে-
দিয়ে ছিলে ডুব?


কেউ দেখেনি কোন কালে
এমন দেশের টান
কেমন করে বেঁধেছিলে
প্রাণের পরে প্রাণ?
করতে নিপাত শত্রু; যদি
যায় বয়ে যাক রক্ত নদী
থাকতে জীবন ত্যাজ্য নহে
সূর্য জয়ের গান!
কেমন করে বেঁধে-ছিলে
প্রাণের পরে প্রাণ?