কেউ কেউ আছেন অসীম গুণের আধার
পরোয়া করে না দুনিয়াতে কোন বাধার
সময় বোঝেন- কখন হাসি বা কাঁদার
আবার ভাবেন- দেশটাকে বাপ-দাদার!


সদা সর্বদা- হা করে-ই  শুধু থাকেন
সুযোগ পেলেই আপন স্বার্থে বাঁকেন-
উদর ভরার- কৌশল যতো আঁকেন
তেতোটা নয়,  মিষ্টি কেবল চাখেন!


কেউ কেউ আছেন কায়দা করে চলেন
অন্যকে দেখে ভেতরে ভেতরে জ্বলেন
কাজের চেয়ে- কথা বেশি বেশি বলেন
বাটে পেলে সে- গুরুকে পায়ে দলেন!