খাই না কলা,
রম্ভা হলে খেতাম-
কম বা হলেও
তাই খেয়ে সুখ পেতাম!


রক্ত তো লাল,
ভেদটা তবু জাতে
জেদটা মনের-
মারছো ভাতে-পাতে!


ভাও বুঝিনা,
ফাওয়ের দিকে হাত!
ঘাওয়ের ব্যথায়-
রোজ কতো হই কাৎ!


কাৎ হয়ে কই
পরকাল কিছু নাই
বড়কাল নিয়ে
জীবনের গান গাই!!