শেখ মুজিবের কুৎসা রটায়
কোন কুকুরের ছা'টা?
তোর কপালে ঝাটা!
আয়তো আমার সামনে দাঁড়া
দেখি- বুকের পাটা!


একাত্তরের দালাল রে তুই
রাজাকারের ছানা!
বড্ড বোধের কানা!
মুজিব ছাড়া কোথায় পেতি
স্বাধীনতার ডানা?


যাঁর জন্যে দেশ পেয়েছিস-
এবং স্বাধীনতা-
কোথায় কৃতজ্ঞতা?
মিথ্যে গীবত গেয়ে-ই ফিরিস,
উল্টো সুরের কথা?


সত্যি যদি খুঁজে-ই তোকে
করতে পারি বার,
নয়তো কোন ছাড়!
খোদার কসম! একটি থাবায়
মটকে দিবো ঘাড়!!


*** মুজিব শতবর্ষ ***