১/ পাঁজি ষাঁড়
বদ-মেজাজী ভীষণ পাঁজি একটা ষাঁড়
গুতো দিতো যাকে তাকে বাঁকিয়ে ঘাড়
একদিন সে তেড়ে এলো আমার দিকে
ভাবলাম দেই শিক্ষা এবার..ষাড়টিকে!
ধরে নিলাম শিং দুটোকে বীরের বেশে
ছুঁড়ে দিলাম আকাশখুখে মেঘের দেশে!


২/ গোখরো সাপ!
‘ওরে বাপ! গোখরো সাপ!’ চেঁচায় লোকে-
দীঘির পাড়ে; আমি ছিলাম খেলার ঝোঁকে।
দৌড়ে গিয়ে- দেখি সাপের কি যে রোশ!
ফণা তুলে করছে কেবল ফোসঁ আর ফোঁস!
যেই না গেলাম ধরতে তাকে সাহস বুকে-
আমায় দেখেই গোখরো গেলো গর্তে ঢুকে!