তোরই ইশে- প্রেমের বিষে
মেখেছি অন্তর!
বধূ কি দিলি মন্তর?

কোন কিছুই ভাল লাগে না
টক- মিষ্টি- ঝাল লাগে না!
করি যে ধরফর!
বধূ কি দিলি মন্তর?

তোরে নিয়েই ভাবনা শুধু
তুই ছাড়া যে সকল ধু ধু
কিসের বাড়িঘর!
বধূ কি দিলি মন্তর?