আম জনতা ঘাম ঝরাবে শুধু
স্বপ্ন তাদের- চিরকালীন ধু ধু
কেমনে হবে দুঃখগুলোর হ্রাস
ভাবো সেকি? নাকি ভাবো খাস!
ষাটের কোঠা ছুঁইছে মোটা চাল
তেল লবন পেঁয়াজ রসুন ঝাল
নিত্যপণ্যের দেখছি শুধুই ফাল!


বেশ জমেছে ‘চড়ুইভাতি’ খেলা
দায়িত্বে শুধুই করছো অবহেলা
আয়েশ করে খায়েশ মিটে কত
সেকেন্ড মিনিট হচ্ছে সময় গত!
বাহাত্তরে পৌঁছে গেছে আটা-
সাধারণের পায়ের নীচে কাঁটা
কী করবে? উল্টো দিলে হাঁটা!