অবুঝ টানে, সবুজ প্রাণে
শিশির ভেজায় মাটি,
কিশোরী মন, দখিন পবন
অরূপ পরিপাটি।


তবুও আশা, বুকের ভাষা-
নদীর কলতানে,
চাঁদের না'য়ে উজান বায়ে-
নিত্য কাছে টানে।


ভেবে সারা, দিশেহারা
কী নাম দিব তার?
সকাল সাঁঝে মনের মাঝে
প্রেমরে অহংকার।।
___________________
০৫ ফেব্রুয়ারী ২০১৮ লালমনিরহাট।