আগডুম… বাগডুম… মন ছোটে আড্ডায়
গাবতলী? সাভারে?
                      কই যাই বাবারে…!
নাকি চড়ে টেম্পুতে ছুট দিবো বাড্ডায়!
বাড্ডায় বড়কাকা-
                      কথা বলে’ বাঁকা বাঁকা
“পড়ালেখা ছেড়ে তুই কেনরে এ গাড্ডায়!”


গাবতলী করে’ বাস আমাদের মেঝকাকী
দেখলেই জ্বলবেন
                          তবু হেসে বলবেন-
“কিরে খোকা এক্ষুনি তুই চলে যাবি নাকি?
তোকে দেখলেই ফুটি
                        লেখাপড়া দেবে ছুটি
পরীক্ষার ওর মোটে ক’টা দিন আছে বাকি!”


সাভারেতে রয়েছেন আমাদের  ছোটফুপি
হাসি হাসি মুখখানা
                      কথা বলেন একটানা
যতো কথা বলবেন ফিস-ফাস চুপি চুপি!
কি রেঁধেছিলো ভাবী?
                     রাতে ঠিক খেয়ে যাবি!
রেসেপিতে  রয়েছে  ইলিশেরই বহুরূপি!