খোদার কসম! আরেকটা বার-
       করিস যদি ভুল;
        বাঁধবে হুলুস্থুল,
পরিয়ে দিবে জুতোর মালা,
      কাটবে মাথার চুল!


  শত কেঁদেও মাফ পাবি না
       কিংবা কোন ছাড়;
      বলছি আরেক বার-
   ক্ষেপলে পরে ভুখা-নাঙগা
       রক্ষাটি নেই আর!


   শিক্ষা পাবি, দীক্ষা পাবি
      হাটেই যাবে মান;
     ভুলবি লাভের টান!
  বিচিত্র নয়, পাবলিকেরাই
       কেটে নিবে কান!