মন যোগে ধন যোগ যার যেটা কর্ম;
সাফল্য বয়ে আনে ন্যায়নীতি ধর্ম!
ধর্মকে বাদ দিলে কর্ম হয় মিথ্যে-
সে কর্মে সুখছোঁয়া লাগে নাকো চিত্তে।


চিত্তকে পাশ কেটে বিত্তের আহরণ
করে যারা সকলের নিঃস্ব পাপীমন!
পাপীমনে বাসা কভূ বাঁধে নাকো শান্তি
যাপিতের চারদিকে ঘিরে রয় ভ্রান্তি!


ভ্রান্তি কি সুখ আনে? হাক ডাক দর্প!
হররোজ কাটে তারে বিবেকের সর্প।।