কর্তাবাবু


ঐ আমাদের কর্তাবাবু-
কোথায় কাজে-কামে?
হুকুম জারি- করেন শুধু
নিজের ডানে বামে!


কর্ম সেতো আমরা করি-
ঘামটি ঝরাই বটে;
তবু লোকের মুখে মুখে-
বাবুর কথাই রটে!


তিনিই নাকি ভীষণ কাজের
শুনলে হাসি পায়,
আমরা জানি- কর্তা বাবুর
দিনটা কেমন যায়!!


আয়েশ করে খায়েশ মিটান
মায়নাটা পান বেশী,
হতেই পারে-মগজ নাড়েন
আমরা নাড়ি পেশী!