ঘোপে-ঘাপে চুপে চাপে
দাঁতে কাটি কুট্টুস!
তলে তলে ফাঁক গলে
ছুট দৌড়; ফুট্টুস!


মিশে যাই হাওয়াতে
পাছে ধরে ঠোল্লায়;
ভরে দেবে লাল ঘরে-
জীবনটা গোল্লায়!


গোল্লায়... যেতে চায়-
হেসে কোন অধমে?
তার চেয়ে এই ভালো
নেই বেড়ি কদমে!


হ্যাঁচা-হ্যাঁচি চেঁচামেঁচি
থেমে গেলে শোরটা,
ভালো করে আলো দেখি
খুলে ঘর-দোরটা!


১৫ জুলাই ২০১৮, লালমনিরহাট।