লালগরুটা ভীষণ পাজি
এবং খুবই বদ-মেজাজী
একটু পেলেই ছুঁতো
ফুস করে সে লাফিয়ে উঠে
ঠুস করে দেয় গুঁতো!


গুঁতো খেয়ে কত্ত লোকে
হু হু করে কাঁদলো শোকে
হিসাবটা নাই তার,
চৈতানন্দ গুঁতোর ভয়েই
লাফিয়ে পগার পার!


এবার ঈদে  বিক্রি দিতে
চাইলো তারে হাটে নিতে
যেই না রহিম কাকা;
দড়ি ছিঁড়ে ছুটলো গরু-
ঘাড়টা করে বাঁকা।


কিছুতে সে দেয় না ধরা
বিফলে সব প্রয়াস করা
পাল্টালে মত শেষে
লাল গরুটা শান্ত হয়ে-
দাঁড়ায় সামনে এসে।।