একটা সাগর রক্ত ঢেলে
পেলাম নিজের দেশ!
শেখ মুজিবের স্বপ্ন নিয়ে-
সইছি আজো ক্লেশ।


দিন বদলের ক্ষীণ আশা
রাত পেরুলে ভোর!
ভোরের পাখির ডাকাডাকি
ছুটলো নাতো ঘোর?


লীগ ভালো; লিক ভালোনা
লীগের ভিতর লিক!
সুঁইও নয়,  কূপাও নয়
ঝাঁঝড় যেমন ঠিক!


তেল রাখি আর জল রাখি
রেখেই যদি খুঁজি,
খুঁজতে গিয়ে- বুঝতে পারি
গেছে চালান-পুঁজি।