ভাই-
লোকটা আমি মন্দ!
ভালোকে তাই বলেত ‌‘ভালো’  
রাখছি দ্বিধা-দ্বন্দ্ব!
সকল ভালোয় খুঁজে বেড়াই
বাসি-পঁচার গন্ধ!


যেমন-
পূর্ব পাড়ার নন্দ-
সবাই বলে ভালো মানুষ!
আমার মনে সন্দ’
তাই তো সুরে সুর মিলাতে
পাই না খুঁজে ছন্দ!


আমায়-
লোকে বলে-“চন্দ
কেমন রে তুই সবার সাথে
মেলাস না যে কন্ধ?”
“তোরা দুয়ার খুলেই ঘুমা
আমার দুয়ার বন্ধ!”